চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৮:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃ নিরীক্ষণের ফলাফলে– ফেল থেকে পাস করেছেন ২৭ শিক্ষার্থী।
ফলাফল পরিবর্তন হয়েছে আরো ৫৯ শিক্ষার্থীর। নতুন করে জিপিএ-ফাইভ পেয়েছেন ৬ শিক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানান, মোট ৫ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী ১৫ হাজার ২৩৭টি উত্তরপত্র পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করেছিলো। এর মধ্যে ফলাফল পরিবর্তিত হওয়া উত্তরপত্রের সংখ্যা ১৪১টি। নম্বর পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ১৩৯ জন। তবে ফেল করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পায়নি কেউই। ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামে মোট ১ লাখ ১ হাজার ২৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ৯৯ হাজার ৬২৮ জন। পাস করে ৮৯ হাজার ৬২ জন। পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
চট্টগ্রামে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমনের হার। গেলো ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে।
তবে একই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগেরদিন করোনা আক্রান্ত হন ৩ জন। গেলো কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা উঠানামা করলেও সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। গেলো ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ জনের মধ্যে ৭ জন মহানগরের এবং ৩ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৯৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৩৬২ জন। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বেশিরভাগই মহানগরের।
বাংলাদেশের টেকসই উন্নয়ন অব্যাহত রাখতে দেশ থেকে জঙ্গি, সন্ত্রাস এবং মৌলবাদী অপশক্তির শিকড় উৎপাটন করতে হবে বলে জানিয়েছেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।
বিকেলে ছাগলনাইয়ার শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মজীবী নারী সমাবেশে তিনি একথা বলেন। এসময় দ্রব্যমূল্যের উর্ধগতি প্রসঙ্গে তিনি বলেন, বাজার সিন্ডিকেটের কালো হাত গুড়িয়ে দেয়া হবে। কোন সিন্ডিকেট বরদাশত করা হবে না বলেও হুশিয়ারি দেন তিনি। সমাবেশে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, কর্মজীবী নারীর জেলা শাখার সাধারণ সম্পাদক শারমিন কবির, নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাইসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
ছেলের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় মা।
নগরীর সিনেমা প্লেইস এলাকার একটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান পটিয়া পৌরসভার উত্তর গোবিন্দারখীল এলাকার বাসিন্দা- বৃদ্ধ মা হালিমা খাতুন। এ ঘটনায় পটিয়া থানায় মামলা না নেয়ার অভিযোগও করেন তিনি। পরে আদালতে মামলা করলেও আসামীরা কেউ গ্রেফতার না হওয়ায় আসামীদের অব্যাহত হুমকিতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অভিযোগ করেন, ছেলে আবু সৈয়দকে একই এলাকার সাবেক প্রেমিকা তানিয়ার ভাই রিমন, চাচাতো ভাই সোহেল, তানিয়ার মা নাছিমা আকতার পরিকল্পিতভাবে হত্যা করেছে। ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর আবু সৈয়দকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করে সীতাকুন্ড থানাধীন কালু শাহ মাজার এলাকার রাস্তার পাশে ফেলে দেয় হত্যাকারীরা। সেখান থেকে এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় আবু সৈয়দকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে পরদিন মারা যায় আবু সৈয়দ।
দুই সন্তান ও তাদের স্ত্রীদের নির্যাতন-নিপীড়ন এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছেন অসহায় এক মা।
দুপুরে কর্ণফুলী থানাধীন কলেজ বাজার হলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বৃদ্ধ মা আছিয়া খাতুন। তিনি বলেন, তার ছেলে মোহাম্মদ লোকমান ও তার স্ত্রী ইয়াছমিন আকতার অত্যাচার করে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে প্রতিদিন হত্যার হুমকি পাচ্ছেন তিনি। তাছাড়া মামলায় সাক্ষী দিতে আদালতে যাওয়ার পথে তাকে অত্যাচার করে অবরুদ্ধ করে রাখে সন্তানরা। ৭২ বছর বয়সে এসে সন্তানদের এমন হেনস্তায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে জানান তিনি। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বৃদ্ধা মা।










