সাড়ে ৩ লাখ দৃষ্টি প্রতিবন্ধীর জন্য বইমেলায় মাত্র ৮টি বই
- আপডেট সময় : ০৪:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
সমাজ সেবা অধিদপ্তরের তথ্য বলছে, দেশে বর্তমানে শিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। অথচ বিপুল সংখ্যক এই পাঠকের জন্য এবারের বই মেলায় বেরিয়েছে মাত্র ৮টি বই। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ- সব প্রকাশনী এদের জন্য বই বের না করার কারণে বঞ্চিত হচ্ছেন ব্রেইল পদ্ধতির পাঠকরা। তবে লেখকরা মনে করেন, এ বিষয়ে মূল দায়িত্বটি প্রকাশকদের। অন্যদিকে প্রকাশকরা বলছেন, আর্থিক ক্ষতির শঙ্কার কারণেই দৃষ্টিহীনদের জন্য বই বের করতে পারছেন না প্রকাশকরা।
পড়ার ইচ্ছে শক্তি থাকলেও নেই চোখের দৃষ্টি শক্তি। আর তাই স্পর্শ করেই চলে ঈশপের গল্প পড়ার চেষ্টা।
এরপরও এগিয়ে যাবার যুদ্ধে থেমে থাকেননি ২১ বছরের এই শিক্ষার্থী।
বুশরার মতো আরো একজন– নাম নাজিম। ভরাট কণ্ঠের এই শিক্ষার্থীর ইচ্ছে বড় হয়ে উপস্থাপক হবেন।
স্বপ্নবাজ এই তরুণের মতো দেশে শিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। অথচ এই বিপুল সংখ্যক পাঠকের জন্য এবারের বই মেলায় বেরিয়েছে মাত্র ৮টি নতুন বই।
শিক্ষার্থীদের মতো অভিভাবকরাও জানালেন তাদের ক্ষোভের কথা।
তবে লেখকরা মনে করেন, এ বিষয়ে সবার আগে এগিয়ে আসতে হবে প্রকাশকদের।
অভিযোগ স্বীকার করে আর্থিক লাভালাভকেই বড় কারণ হিসেবে দাঁড় করালেন প্রকাশকদের এই প্রতিনিধি।
অন্যদিকে তরুণদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় বই-ই বড় হাতিয়ার হতে পারে বলে মনে করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
তরুণদের বইয়ের দিকে ফেরাতে সবার সমন্বিত চেষ্টার বিকল্প নেই বলেও মত দেন তিনি।










