দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান
- আপডেট সময় : ০৯:৫১:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান। রোববার রাতে দেশটির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন দেশসেরা এই অলরাউন্ডার। বোর্ডের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। বিসিবি কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী এখন থেকে তিন ফরম্যাটেই খেলবেন তিনি। এদিকে, এখন থেকে ক্রিকেটারদের বিশ্রাম ও ছুটির বিষয়ে বিসিবি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
অথচ এই সাকিবই গেলো কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকা যেতে চাননি, ছুটি চেয়েছিলেন বিসিবির কাছে। ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে বিশ্রাম দিয়েছিলো বিসিবি।
মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চাইলেও শেষপর্যন্ত বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন সাকিব আল হাসান, বোর্ড সভাপতির সাথে দীর্ঘক্ষণ আলোচানা করে। সাকিবের আশা, দক্ষিণ আফ্রিকায় গেলে মানসিক ধকল থেকে বের হতে পারবেন তিনি।
এখন থেকে শুধু সাকিব নন সব ক্রিকেটারদের বিশ্রাম ও ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। বিশ্রাম ও ছুটির বিষয়টি অযৌক্তিক নয় বলেও পরিস্কার করলেন বোর্ড সভাপতি।
গেল কয়েকদিন সাকিব-বিসিবি ইস্যুতে হচ্ছে নানা আলোচান-সমালোচনা। সাকিবের মানসিক অবস্থার কথা বিবেচনা করে এই বিতর্কের অবসান চান বিসিবি সভাপতি। সবকিছু ঠিক থাকলে রোববার রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব।










