হবিগঞ্জের বাহুবলে একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বাহুবলে একই স্থানে ছাত্রলীগ ও উপজেলা চেয়ারম্যানের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
আজ দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন।স্থানীয়রা জানান, সম্প্রতি বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানকে লাঞ্ছিত করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর প্রেক্ষিতে বাহুবল বাজারে প্রতিবাদ সভা ডাকে চেয়ারম্যানের অনুসারীরা। এদিকে, একই সময়ে একই জায়গায় সভা ডাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে, দু’পক্ষের মধ্যে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। প্রশাসন ঝামেলা এড়াতে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।










