চট্টগ্রামে প্রকল্প শুরুর ১৫ বছর পরও নাগরিক সুবিধা বঞ্চিত কল্পলোক আবাসিকের মানুষ
- আপডেট সময় : ০৬:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
প্রকল্প শুরুর ১৫ বছর পরও নাগরিক সুবিধা বঞ্চিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ’র কল্পলোক আবাসিকের মানুষ। চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে বাসিন্দারা। সিটি কর্পোরেশনকে প্রকল্প হস্তান্তর না করায় ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে বলে জানায় সিডিএ। তবে, বাড়িগুলো থেকে ট্যাক্স নিচ্ছে সিটি কর্পোরেশন। তাদের এগিয়ে আসা উচিত বলে মনে করে সিডিএ কর্তৃপক্ষ।
এবড়ো থেবড়ো রাস্তা, বেশিরভাগই কাঁচা। জায়গায় জায়গায় জমে আছে পানি। উঁচু উঁচু দালানগুলো দেখা না গেলে যে কেউ ধারণা করতে পারেন এটি গ্রামীণ কোন পরিবেশ। কেবল অনুন্নত রাস্তার সমস্যাই নয়, নাগরিক কোন সুযোগ-সুবিধাই নেই সিডিএর এই কল্পলোক আবাসিক এলাকায়। প্লট মালিকদের অভিযোগ, কোটি কোটি টাকা বিনিয়োগ করে চরম ভোগান্তি নিয়ে দিন পার করলেও নাগরিক সুবিধা বাড়ানোর ব্যাপারে উদাসীন সিডিএ।
আবাসিক হলেও নানা কারণে আবাসিকের সকল নাগরিক সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হয়েছে বলে জানায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে বাড়িগুলোর ট্যাক্স গ্রহণকারী সিটি কর্পোরেশনেরও দায় রয়েছে বলে মনে করেন সিডিএর এই কর্মকর্তা।
২০০৬ সালে কল্পলোকের প্রথম প্রকল্পে ৪২৪টি এবং ২০০৭ সালে কল্পলোকের দ্বিতীয় প্রকল্পে ১ হাজার ৩৫৫টি প্লট বরাদ্দ দেয় সিডিএ। সিটি কর্পোরেশনের উপর দায় না চাপিয়ে আবাসিকের সকল সুযোগ সবিধা বাড়াতে সিডিএর কার্যকর পদক্ষেপ চান বসবাসকারীরা।










