দক্ষিণ আফ্রিকা গেলো বাংলাদেশের প্রথম বহর
- আপডেট সময় : ০৪:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা গেলো বাংলাদেশের প্রথম বহর। সকাল পৌনে ১১টার ফ্লাইটে যাত্রা করা প্রথম বহরে ছিলেন দলের আট সদস্য। যার মধ্য চারজন ক্রিকেটার, বাকি চারজন অফিস স্টাফ। রাতে যাচ্ছে টাইগারদের দ্বিতীয় বহর। যেখানে সঙ্গী হচ্ছেন তামিম, মুশফিকদের মতো সিনিয়র ক্রিকেটাররা। বাংলাদেশের তৃতীয় বহর দক্ষিণ আফ্রিকার যাবে শনিবার সকালে।
দীর্ঘ সাড়ে চার বছর পর দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরের দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে তামিম-মমিনুলরা। তিন ধাপের সফরে শুক্রবার সকালে দক্ষিণ আফ্রিকা গেলেন আট সদস্যের বহর। যেখানে ৪ ক্রিকেটার এবাদত, নাসুম, ইয়াসির ও নাজমুল শান্ত’র সঙ্গে ৪চার অফিসিয়াল স্টাফ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে অতীত পরিসংখ্যান ভালো নয় বাংলাদেশের। যে ক্ষতে এবার প্রলেপ দিতে চায় টাইগাররা। ক্রিকেটার থেকে নির্বাচক সবাই আত্মবিশাসী।
মানসিক ও শারীরিক ক্লান্তির কথা বলে দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। যে কারণে দক্ষিণ আফ্রিকার মত কঠিন কন্ডিশন হয়েছে কঠিনতর। তবে সাকিবকে ছাড়াই বাংলাদেশ দল কঠিন এই সিরিজে ভালো করতে পারবে, বিশ্বাস নির্বাচক হাবিবুল বাশারের।
রাতে যাচ্ছে টাইগারদের দ্বিতীয় বহর। যেখানে সঙ্গী তামিম, মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। শনিবার দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশের তৃতীয় বহর। প্রোটিয়া মাটিতে পৌঁছে ১৪, ১৬ ও ১৭ মার্চ অনুশীলন করবে বাংলাদেশ। ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। ১৮ মার্চের ম্যাচে দিয়ে শুরু হবে দু’দলের তিন ম্যাচে ওয়ানডে সিরিজ।










