নানা জটিলতায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ভারতের অভ্যন্তরে ওভারলোডিং বন্দরসহ নানা জটিলতায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ রয়েছে। এর আগে ১৪ দিন বন্ধের পর পুনরায় আমদানি শুরু হলেও পাথরের দাম কমতে শুরু করেছিল।
বর্তমানে পাথর আমদানি বন্ধ থাকায় আবারো দাম দাম বাড়তে শুরু করেছে। প্রতি টন ১ হাজার টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৫ হাজার ২শ’ টাকা পর্যন্ত। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি জামিল হোসেন চলন্ত জানায়, বর্তমানে স্থলবন্দর দিয়ে চিপস পাথর আমদানি বন্ধ রয়েছে। সেই কারণে পাথরের দাম বেড়েছে। প্রতি টন পাথর ১ হাজার টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। তবে কবে নাগাদ চিপ পাথর আমদানি পুনরায় শুরু হবে তা নিশ্চিত করতে পারেনি এই ব্যবসায়ী নেতা।