নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার ইংল্যান্ডকে ৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
ডানেডিনে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২২৫ রানে তোলে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসে সর্বোচ্চ ৬৬ রান করে ম্যাচ সেরা শেমাইন ক্যাম্পবেল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ওয়েস্ট ইন্ডজি বোলারদের তোপের মুখে পরে ইংল্যান্ড। ৭২ রান তুলতেই ৪ উইকেট হারায় ইংলিশরা। তবে, মিডলঅর্ডার দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। যদিও রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ তিন ওভারে ৯ রানের সমীকরণ মেলাতে পারেনি তারা। ১ রান তুলতেই হারায় পরের দুই উইকেট। এদিকে, বৃহস্পতিবার সকাল ৭টায় স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।










