জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা : তামিম ইকবাল
- আপডেট সময় : ০৮:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
শুধু কথায় নয়, জয়ের জন্য বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বলে জানিয়েছেন তামিম ইকবাল। টেস্টে নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগাতে চান ওয়ানডে অধিনায়ক। আফগানিস্তান সিরিজে ব্যর্থ হলেও দক্ষিণ আফ্রিকায় ফর্মে ফেরার অপেক্ষায় তামিম ইকবাল।
২০১৭ সালের পর আবারও দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। শেষবার টেস্টে ভরাডুবির পর ওয়ানডে এবং টি-টুয়েন্টিতেও ধবল-ধোলাই হয়েছিল টাইগাররা। সেই দু:সহ স্মৃতি নিয়ে আবারো প্রোটিয়া মাটিতে পা রাখবে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা।
আগের দেখায় যতটা না দক্ষিণ আফ্রিকা.. ততটাই ভুগিয়েছে এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসি, হাশিম আমলা ও স্টেইনের মতো তারকা ক্রিকেটাররা। এবার তারা না থাকা স্বস্তিতে বাংলাদেশ। তবে, দক্ষিণ আফ্রিকাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলে সতর্ক অধিনায়ক তামিম ইকবাল।
আফগানিস্তান সিরিজে ব্যাট হাত প্রত্যাশা মেটাতে পারেননি তামিম। অফ-ফর্মে থাকলেও দক্ষিণ আফ্রিকা সিরিজে ফর্মে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। দলের ব্যাটারদের নিয়েও আশাবাদী তামিম।
তবে, তামিমকে ভাবাচ্ছে ফিল্ডিংয়ের দুর্দশা। তিন ফরম্যাটেই বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ে উদ্বিগ্ন তামিম।
সব কিছু ঠিক থাকলে ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। দু’দিন পর দলের সাথে যোগ দেবেন টেস্ট দলের ক্রিকেটাররা। ১৮ মার্চ শুরু হবে দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।










