আজ থেকে শুরু হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
অ্যাশেজ ভরাডুবির পর প্রথম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। এই সিরিজের স্কোয়াডে নেই ইংল্যান্ডের অন্যতম দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রড। তবে এই দুই তারকা পেসার না থাকলেও তাদের জায়গায় তরুণ ক্রিকেটাররা ভালো করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ক্যারিবিয় কোচ ফিল সিমন্স। এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা আছে ওপেনার অ্যালেক্স লিসের। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ ম্যাচে অভিষেক হতে পারে পেসার এন্ডারসন ফিলিপ ও ওপেনিং ব্যাটার জন ক্যাম্পবেলের। ইনজুরির কারনে দল থেকে বাদ পড়েছে ফাস্ট বোলার শ্যানন গেব্রিয়েল।










