ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ডি কক-রাবাদা ও ডেভিড মিলারদের মতো তারকা ক্রিকেটারদের রেখেই পূর্ণ শক্তির দল দিয়েছে প্রোটিয়ারা।
১৬ সদস্যের দলে ফিটনেস না থাকায় জায়গা হয়নি আনরিক নরকিয়া ও সিসান্ডা মাগালার। তবে, আইপিএলের চুক্তিবদ্ধ ক্রিকেটার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ডোয়াইন প্রিটোরিয়াস এবং মার্কো জানসেন- এই আটজনের সবাইকে রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে। ১৮ মার্চের ম্যাচ দিয়ে শুরু হবে দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।










