নানা দাবিত দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
নানা দাবিত দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে।
ব্যাটারিচালিত ইজিবাইক চালু রাখার দাবীতে সুনামগঞ্জে হাজারো মালিক-শ্রমিকের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকালে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে জেলা ব্যাটারি চালিত ইজিবাইক শ্রমিক মালিক ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেত্রকোনায় নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন হয়েছে। রড, সিমেন্ট, বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই মানববন্ধন হয়। সকালে পৌরসভার সামনে সড়কে জেলা ঠিকাদার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা রড, সিমেন্ট, বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর মূল্য কমানোর জোর দাবি জানান।
গাইবান্ধা জেনারেল হাসপাতালে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে এবং সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করে নিরাপদ চিকিৎসা চাই জেলা শাখা। মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট কাছে তুলে দেন।
কুষ্টিয়ায় শিশু সুরাইয়া পারভীন ধর্ষন ও হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার ও তাদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে শিশু সুরাইয়ার বাড়ীর সামনে এ মানববন্ধন করে এলাকাবাসী।










