উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে ভিন্ন ম্যাচে খেলবে লিভারপুল ও বায়ার্ন মিউনিখ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল’র দ্বিতীয় লেগে রাতে ভিন্ন ম্যাচে খেলবে লিভারপুল ও বায়ার্ন মিউনিখ। ইন্টার মিলানের মুখোমুখি হবে লিভারপুল। আর বায়ার্নের প্রতিপক্ষে সালজবুর্গ। দুটি ম্যাচই শুরু হবে রাত ২টায়।
প্রথম লেগের ২-০ গোলের জয় অনেকটা এগিয়ে রাখবে লিভারপুলকে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে ৩ গোলের ব্যাবধানে জিততে হবে ইন্টার মিলনাকে। শেষ ম্যাচে না খেললেও এ ম্যাচে দলে ফিরতে পারেন তিন লিভারপুলর তারকা থিয়াগো, ফিরমিনহো ও মাতিপ। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরতে প্রস্তুত দিয়েগো জোতা। অন্যদিকে সাসপেনশনের কারনে প্রথম লেগের মতো এ ম্যাচেও দেখা যাবে না ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেল্লাকে। রাতের অন্য ম্যাচে সালজবুর্গকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। দু’দলের প্রথম লেগের ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।










