সাতক্ষীরার বিনেরপোতায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বেকারত্ব দূর ও আত্মনির্ভরশীল করতে ভুমিকা রাখছে
- আপডেট সময় : ০৭:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৯৮৫ বার পড়া হয়েছে
২০১৭ সালে শুরু হয় সাতক্ষীরার বিনেরপোতায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র- টিটিসি’র একাডেমিক কার্যক্রম। প্রতিষ্ঠার পর ৩ বছরে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন ৯ হাজার ৪৫৩ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদের অনেকেই এখন দেশের বাইরে কাজ করছেন। কর্তৃপক্ষ বলছেন, বেকারত্ব দূর ও আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
স্বল্প সময়ে বিদেশ যেতে ইচ্ছুক বেকার তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল করতে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কার্যকরী ভূমিকা রেখে আসছে। ১৪৪ আসন সম্বলিত চারতলা ডরমেটরী ভবনটি দূর-দূরন্ত থেকে আসা প্রশিক্ষণার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করছে। অত্যাধুনিক কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সমৃদ্ধ ল্যাব এবং ইন্ডস্ট্রিয়াল সেলাই মেশিনের গার্মেন্টস ওয়ার্কসপে সকাল বিকাল চলছে প্রশিক্ষণ। সময়োপযোগি আর্ক ওয়েল্ডিং মেশিনসহ বুথ সমৃদ্ধ ওয়ার্কশপেও রয়েছে শিক্ষার্থীদের ভীড়। ড্রাইভিং ও গাড়ির ইঞ্জিনের কাজ শিখতে সবাই মাঠে বসেই অপেক্ষা করছে সিরিয়াল নিতে। এর আগে অনেক টাকা খরচ করে ট্রেনিং নিতে ঢাকায় যেতে হলেও এখন এখানেই সব সুবিধা পাচ্ছে অনেকেই। বিভিন্ন ট্রেডে এখান থেকেই এখন ট্রেনিং নেয়া যাচ্ছে বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষা নিয়ে সরকারিভাবে বিদেশ যেতে পারলে যেমন আত্মনির্ভরশীল হবে, তেমনি দেশের জন্য রেমিট্যান্স আসবে জানান এই কর্মকর্তা।
ছয় ও তিন মাসের বিভিন্ন বিষয়ে কোর্সসহ চলছে জাপানি কোরিয়ান ও ইংরেজি ভাষা শিক্ষা জানান, জব প্লেসমেন্ট কর্মকর্তা।
সাড়ে চার শতাধিক প্রশিক্ষার্থীকে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করার কাজ চলছে জানান, প্রতিষ্ঠানটির প্রধান।
দেশের ভেতরে ও বাইরে কর্মসংস্থান সৃষ্টি করে আত্মপ্রত্যয়ে বলিয়ান হতে চায় এখানকার বেকার তরুণ-তরুণীরা।










