চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
অজ্ঞান পার্টির ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ উত্তর।
এসময় তাদের কাছ থেকে চেতনা নাশক মলম, পাউডার, ট্যাবলেট, হালুয়া, মধুসহ অন্যান্য উপাদান উদ্ধার করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নগরীর খুলশী থানাধীন ফয়েস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অজ্ঞান পার্টির এইসব সদস্য চট্টগ্রাম শহরের বাস ও ট্রেনের যাত্রী বেশে টার্গেট ব্যক্তিদের অনুসরণ করে। পরবর্তীতে তাদের সাথে সখ্যতা গড়ে তুলে চেতনানাশক মধু, হালুয়া খাইয়ে অজ্ঞান করে মোবাইল, টাকা, স্বর্নালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
সরকার বাজার নিয়ন্ত্রণে নজর না দিয়ে বিরোধী দল দমন আর লুটপাটে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতারা।
দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে বর্তমানে দেশের মানুষ কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছে বলে জানান তারা। সকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি ও সর্বগ্রাসি দূর্নীতির প্রতিবাদে আনোয়ারা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন বক্তারা। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আনোয়ারা উপজেলা বিএনপির নেতা নজরুল ইসলামসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতারা।
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।
এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত মাশফি চরণদ্বীপ ইউনিয়নের আবদুল মালেকের ছেলে। একবছর আগে মাশফিকে কোরানে হাফেজ করার জন্য মাদ্রাসায় ভর্তি করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন নিহতের স্বজনরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি স্কুল এন্ড কলেজের নতুন লাইব্রেরী ভবন উদ্বোধন করা হয়েছে ।
নগরীর দামপাড়া পুলিশ লাইন এলাকায় সকালে মাইডাস সেফটি বাংলাদেশ লিমিটেড এর অর্থায়নে গড়ে উঠা লাইব্রেরী ভবনের ফলক উম্মোচন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। অতিথিরা বলেন, বই জীবন গড়ার পথ প্রদর্শক। এই লাইব্রেরীর মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের নতুন দ্বার উম্মোচিত হবে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার শামীনুর রহমান, কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মাইডাসের জেনারেল ম্যানেজার মাঈনুল হোসেন, হেড অব এইচ আর মাকুসুদুর রহমান।
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই শ্লোগানে চট্টগ্রামের মাদারবাড়ী ডেয়ার ডেভিলস ক্রিকেট ক্লাবের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় টুনার্মেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিট চেম্বার ও এন আর বি ইসলামী গ্লোবাল ব্যাংকের পরিচালক বোরহানুল হাসান চৌধুরী। বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে যুবকদেরকে খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, সমাজসেবক খন্দকার বেলায়েত হোসেন, এম এ মুসা বাবলুসহ আরো অনেকে। টুনার্মেন্টে মোট ৭২টি দল অংশ নিয়েছে।
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান।
হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নার্সিং পেশা একটা মহৎ পেশা। মানব সেবাকে জীবনের ব্রত মনে করে এই পেশায় আসে শিক্ষার্থীরা। নাসিং কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীদেরকে কর্মক্ষেত্রে প্রবেশ করার আহবান জানান তারা। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে প্রেসিডেন্ট ডাঃ তাহের খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সালাইদ্দীন কাশেম খান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে খড়ি স্কুল এন্ড কলেজে ফ্রী আত্মরক্ষা ও শরীরচর্চা মুলক প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ করেছে চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমি।
নগরীর আগ্রাবাদে কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল। এসময় বক্তারা বলেন, এই প্রশিক্ষন শিক্ষার্থীদের মনোবল আর শারীরিক দৃঢ়তা বৃদ্ধি করার পাশাপাশি আত্মরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, লেখক গবেষক ও কলামিষ্ট ড. মাসুম চৌধুরী, ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী।
যাত্রীদের নানা সুযোগ সুবিধা নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করলো রাইড শেয়ারিং অ্যাপ ‘ড্রপ মি’।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে ড্রপ মি’র উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি ড্রপ মি’র উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ড্রপ মি’র মাধ্যমে যাত্রীদের ভোগান্তি কমানোর পাশাপাশি বেকার সমস্যার সমাধান হবে। ড্রপ মি’র চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ হোসাইন সিদ্দিকী মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সি প্লাস টিভি এডিটর ইন চীফ আলমগীর অপু, অভিনেতা ইরফান সাজ্জাদ, এডভোকেট কামালসহ ড্রপ মি’র কর্মকর্তারা। সকলকে ড্রপ মি’র অ্যাপ ইনস্টল করে সেবা নেয়ার অনুরোধ জানান ড্রপ মি’র কর্মকর্তারা।
আগামী বর্ষায় নগরীর জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। খাল পুনরদ্ধারে সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশেনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
সকালে ষোলশহর মাইজপাড়া এলাকায় বাড়ির সীমানা দেয়ালের ভিতরে বির্জাখাল দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করার মাধ্যমে শুরু হয় অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতার ভোগান্তি থেকে নগরবাসীকে রক্ষা করতে দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করা হবে। তারই অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে বলে জানান তিনি। অভিযানে সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
চাটগাঁইয়া সংগঠনের উদ্যাগে করোনা কালে প্রয়াত সংগঠনের ৪ সদস্যের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।
নগরীর রিয়াজউদ্দীন বাজার এলাকায় একটি হোটেলে স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ বখতেয়ার আহমেদ। উপস্থিত ছিলেন, নগর বাইশ মহল্লার সর্দার ইউসুফ সর্দার, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, সমাজ সেবক দানু মিয়া, এরশাদুর রহমানসহ আরো অনেকে। পরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সংগঠনের সদস্য আফতাবুর রহমান শাহিন, মোহাম্মদ ঈসা মোঃ দুলাল, মোহাম্মদ নাজের, আমির আলী পারভেজের আত্মার মাগফেরাত কামনা করা হয়।










