কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার জেলিফিস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার জেলিফিস। গতকাল সন্ধ্যায় গঙ্গামতি পয়েন্টে সৈকতের বালুতে আটকা পরে এসব জেলিফিসের মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের।
তবে মৃত জেলিফিস পঁচে সৈকতে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই জেলিফিসের মৃত্যুর রহস্য উন্মোচন ও সৈকত থেকে অপসারণের দাবি জানিয়েছেন পর্যটকরা। এর আগে বেশ কয়েকবার সৈকতে শত শত মৃত জেলিফিস ভেসে আসে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্তকর্তা অপু সাহা জানান, মেরুদন্ডহীন এসব প্রাণী রাতে উল্টো চলতে পারেনা। তবে জেলিফিস গুলো কি কারণে ভেসে এসেছে সেটা নিশ্চিত করতে পারেননি তিনি।










