শেন ওয়ার্নের হঠাৎ মৃত্যুতে শোকে কাতর ক্রিকেট বিশ্ব
- আপডেট সময় : ০৩:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
২২ গজকে বিদায় বলেছিলেন আগেই। এবার পৃথিবীকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। থাইল্যান্ডে নিজ ভিলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই ছিলেন শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে পরকালে পারি জমালেন অস্ট্রেলিয়ার এই স্পিন। বর্ণিল ক্যারিয়ারে আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে উজ্জল ছিলেন শেন ওয়ার্ন।
বিষন্ন এই খবর স্তব্ধ পৃথিবী। অস্ট্রেলিয়ান কিংবদন্তী শেন ওয়ার্নের মৃত্যুটাও রহস্যময়। ২২ গজে স্পিন ভেল্কিতে বারবার বোকা বানিয়েছেন ব্যাটারদের। এবার পুরো পৃথিবীকেই বোকা বানালেন অসময়ে বিদায় নিয়ে। তার হঠাৎ মৃত্যুতে শোকে কাতর ক্রিকেট বিশ্ব।
সুস্থ্য সবল শেন ওয়ার্ন ছবি হয়ে গেলেন মাত্র ৫২ বছর বয়সে। থাইল্যান্ডের নিজ ভিলায় মিলেছে ওয়ার্নের মরদেহ। কেউ জানেনা মৃত্যুর রহস্য; তবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী।
মৃত্যুর ১২ ঘণ্টা আগেও অন্য একজনের মৃত্যুর খবরের শিরোনামে ছিলেন ওয়ার্ন। প্রয়াত অস্ট্রেলিয়ান উইকেট কিপার রডনি মার্শের মৃত্যুতে টুইটারে শোক জানিয়েছিলেন। তখন কে-ই বা জানতো যে কয়েক ঘণ্টা মধ্যে রডনি মার্শকেই অনুসরণ করবেন শেন ওয়ার্ন।
বলা বাহুল্য সর্বকালের অন্যতম সেরা লেগি ওয়ার্ন। বর্ণিল ক্যারিয়ারে টেস্ট ক্রিকেটে ৭০৮ এবং ওয়ানডে ক্রিকেটে ২৯৩ উইকেট নেয়া শেন ওয়ার্নের শুরু ১৯৯২ সালে। লেগ স্পিনের মত কঠিনকে আপন করে ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেতাব পেয়েছেন কিং অফ স্পিনের। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে ধারাভাষ্য এবং ক্রিকেট বিশ্লেষণেও সুনাম কুড়িয়েছেন ঠোঁটকাটা শেন ওয়ার্ন।
ওয়ার্নের বোলিং ঘিরে যেমন ধাঁধা ছিল। তার ব্যক্তিগত জীবনটাও ছিল তেমনই রহস্যময়। ঘটিয়েছেন বিচিত্র সব ঘটনা। মাদক ক্যালেঙ্কারী, সতীর্থ কিংবা কোচের সঙ্গে ঝামেলা সবই ওয়ার্নের জীবনের অংশ।
তারপরও স্বাভাবিকভাবেই ওয়ার্নের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট অঙ্গনে, ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে চলমান উইন্ডিজ-ইংল্যান্ড অ্যান্টিগা টেস্টে। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় স্তব্ধ হয়ে গেছেন সাবেক ও তারকা ক্রিকেটাররা।
আপস..কিংবদন্তীরা কখনোই মরে না। শেন ওয়ার্নও তাই। মরেও অমর হয়ে থাকবেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তী। বিদায় কিংবদন্তী, বিদায় কিং অফ স্পিন।










