বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় টি-টুয়েন্টি কাল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় টি-টুয়েন্টি কাল। একদিকে সিরিজ জয় আর অন্যদিকে, সিরিজে ফেরার ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে নামবে দু’দল। মিরপুরে বিকেল ৩টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।
প্রথম টি-টুয়েন্টিতে দাপুটে জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ওয়ানডের পর এবার টি-টুয়েন্টিতেও সিরিজ জয়ের মিশনে নামবে মাহমুদউল্লাহ’র দল। পাশাপাশি আইসিসি টি-টুয়েন্টি রেংকিংয়েও আফগানিস্তানকে টপকে আটে উঠে আসবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হাতের ইনজুরির কারণে খেলতে না পারলেও দ্বিতীয় টি-টুয়েন্টিতে খেলার জন্য ফিট মুশফিক– নিশ্চিত করেছেন ফিজিও। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করেছে বাংলাদেশ। তবে, বিশ্রামে কাটিয়েছে আফগানিস্তান। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের। জয় দিয়েই সফর শেষ করতে চায় আফগানিস্তান।










