ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে এভারটন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে এভারটন। পঞ্চম রাউন্ডে বোরেহাম উডকে ২-০ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন সলোমন রনদনে।
দারুন ফুটবল খেলে প্রথমার্ধ্বে এভারটনকে আটকে রাখে উডরা।বিরতির আগে বোরেহাম উডের সতর্ক মার্কিংয়ে গোলের দেখা পায়নি দ্যা ব্লুজরা। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। তবে, বিরতির পর এভারটনকে আর আটকাতে পারেনি বোরেহাম। ৫৭ মিনিটে এভারটনকে এগিয়ে নেন সলোমন রনদন। কেনির অ্যাসিস্ট থেকে গোল আদায় করে নেন এই ফরোয়ার্ড। আর ৮৪ মিনিটে দলের জয় নিশ্চিত করেন সলোমন রনদন। এদিকে, কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল বেটিস। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভায়েকানোর সঙ্গে ১-১ গোল ড্র করেও ৩-২ অগ্রগামিতায় ফাইনালে তারা।২৩ এপ্রিল ফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল বেটিস।










