চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রামে ১৩টি ল্যাবে এক হাজার ৮২৩টি নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া যায়।
শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। তবে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৫ দিন করোনায় মৃত্যুহীন সময় পার করলো চট্টগ্রাম। বুধবার এক হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১ দশমিক ৫৯ শতাংশ। সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়। শনাক্তের ৩৫ জনের মধ্যে ২৪ জন নগরীর এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। ১৫ উপজেলার মধ্যে বাঁশখালী, চন্দনাইশ ও সন্দ্বীপে একজন করে এবং রাউজানে দু’জন, হাটহাজারী ও বোয়ালখালীতে তিনজন করে ব্যক্তির করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৫১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।
সকালে নগরীর চান্দগাঁও সিএন্ডবি এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিক নেতারা জানান, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বখতেয়ার এবং চান্দগাঁও-বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদের উপর অতর্কিত হামলা করে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শ্রমিক নেতারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা। এসময় বক্তব্য দেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শফি, সাধারণ সম্পাদক আব্দুস সবুর ও সহ সভাপতি আরিফুল ইসলামসহ অন্যান্য শ্রমিক নেতারা
‘থাকলে পুলিশের হ্যান্ডস্ ফ্রি, মিলবে সেবা তাড়াতাড়ি’ এ স্লোগান বাস্তবায়নে কুমিল্লা জেলা পুলিশে সংযোজিত হল অত্যাধুনিক টেকনিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা।
দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে টেকনিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরার উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। এসময় তিনি জানান, আধুনিক টেকনিক্যাল বেল্ট সংযোজনের ফলে দায়িত্বরত পুলিশ সদস্যদের সেবা দিতে সহজ হবে। বডি ওর্ন ক্যামেরার সাথে জিপিএস থাকায় ওই পুলিশ সদস্যের অবস্থান কন্ট্রোলরুম থেকে সনাক্ত করা যাবে। ধীরে ধীরে সব পুলিশ অফিসারদের এর আওতায় আনা হবে। অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, রাজন কুমার দাশসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন্ধ করে দেয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বাইরের লাশ ঘরটি।
এখন থেকে জরুরি বিভাগের ভেতরে লাশ ঘরের নতুন কক্ষে মরদেহ রাখা হবে। এখান থেকেই পুলিশকে বুঝিয়ে দেওয়া হবে এবং সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। দুই নারীর মৃতদেহের সাথে বিকৃত যৌনচারের অভিযোগে লাশ ঘরের পাহারাদার সেলিমকে ২৮ ফেব্রুয়ারী গ্রেফতারের পর এমন সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করলে সেলিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেলিম ঐ লাশ ঘরে দীর্ঘ ১৫ বছর ধরে অস্থায়ী পাহারাদার হিসেবে কাজ করে আসছে।
জাকজমকপূর্ণ ভাবে চিটাগাং ক্লাবে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু অনুর্ধ ১৮ বয়েজ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট।
বিকেলে চিটাগাং ক্লাব স্পোর্টস কমপ্লেক্সে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের চেয়ারম্যান নাদের খান। এসময় তিনি বলেন স্থানীয়ভাবে খেলোয়াড় তৈরিতে এ টুর্নামেন্ট কার্যকর ভূমিকা রাখবে। আজ যারা টুর্নামেন্টে অংশ নিচ্ছে তারা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের উদ্যোগে এবং চিটাগাং ক্লাবের সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনার মোট ১১ টি দল অংশ নিয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মাইনুল হাসান মঞ্জু, ফেডারেশনের সেক্রেটারী এ কে সরকারসহ চিটাগাং ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










