সাভারে রিজভীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৬:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
সাভারে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অর্ধশতাধিক ব্যক্তির নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১শ’ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
গতকাল রাতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক নুরুল কাদের সৈকত বাদি হয়ে মামলা করেন। আটক আশুলিয়া থানা ছাত্রদল নেতা জালাল উদ্দীন ভূইয়া, জাহিদ হোসেন, জাকির হোসেন ছাড়াও মামলায় আসামি করা হয়েছে ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে সাভার জেলা বিএনপির সভাপতির বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে, মিছিল বের করলে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে সাভার থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান ও এক কনস্টেবলসহ আহত হন অর্ধশতাধিক।










