বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণে কর ও ফি বাড়িয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
- আপডেট সময় : ০৬:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণে যেতে চাইলে এখন আগের চেয়ে বেশি টাকা গুণতে হবে দেশি-বিদেশি পর্যটকদের।সুন্দরবনে ভ্রমণের প্রায় সবগুলো খাতে কর ও ফি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। হঠাৎ করে রাজস্ব বাড়ানোর ফলে সুন্দরবনের পর্যটন শিল্প নতুন করে ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন,পর্যটন ব্যবসায়ীরা।
দ্বিগুণ বেড়েছে সুন্দরবনের পর্যটকবাহী লঞ্চের বনে প্রবেশ এবং নৌযানের অবস্থান ফি।পর্যটক লঞ্চের সঙ্গে থাকা ছোট ট্রলার, স্পিড বোট,লঞ্চের ক্রুদেরও সুন্দরবনে প্রবেশ ও অবস্থান ফি বাড়ানো হয়েছে একই হারে। বেড়েছে পর্যটক গাইড, নিরাপত্তারক্ষী ফিও। সব কিছুর মূল্য বাড়িয়ে দ্বিগুণ করায় অনেক খরচ বেড়ে যাবে পর্যটকদের। এতে ম্যানগ্রোভ বনভ্রমণে দেশী-বিদেশি পর্যটকরা বিমুখ হবেন কি না, সেই আশঙ্কা পর্যটন ব্যবসায়ীদের।
সরকার দেশের পর্যটন খাতের বিকাশের কথা বললেও হঠাৎ রাজস্ব বাড়ানোর ফলে সুন্দরবনের পর্যটন শিল্প নতুন করে ক্ষতির মুখে পড়বে বলে
মন্তব্য করেছেন এই ব্যবসায়ী নেতা।
আর প্রধান বন সংরক্ষক বলছেন, ১০ বছর আগের ভ্রমণ ফি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে, সেই তুলনায় ভ্রমণ ফি খুবই কম বাড়ানো হয়েছে। ট্যুর অপারেটর টোটাল প্যাকেজের যে টাকা ধার্য করে ব্যবসা করে তারমধ্যে ভ্রমণের কর খুব সামান্যই জানালেন এই কর্মকর্তা।
গেল অর্থবছর আড়াই লক্ষাধিক পর্যটক সুন্দরবন ভ্রমণ করেছেন। এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে দুই কোটি টাকা।










