এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি। পঞ্চম রাউন্ডের ম্যাচে পিটারবরা ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সিটি।
ওয়েস্টহোম স্টেডিয়ামে শুরু থেকে কিছুটা অচেনা রুপে পেপ গার্দিওলার শীষ্যরা। দ্বিতীয় সারির দলটির বিপক্ষে প্রথমার্ধে বেশ বেগ পেতে হয় সিটির। বার বার চেষ্টা করেও ফিনিশিং ব্যার্থতায় গোল বঞ্চিত ম্যান সিটি। তবে বিরতির পর ৬০ মিনিটে রিয়াদ মাহেরাজের গোলে লিড নেয় তারা ।৬৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন জ্যাক গ্রেয়ালিশ। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা। চলমান রাশিয়ান আগ্রাসনে উইক্রেনের প্রতি সমর্থন জানাতে এ ম্যাচে ম্যান সিটির অধিনায়ক করা হয় ইউক্রেনের ফুটবলার আলেকজান্ডার জিনচেনকোকে।










