বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ইয়েলো আর্মিরা।
রাজশাহীতে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে সাইফ। গোল পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ১৫ মিনিটে এমেরি বাইসেঙ্গির গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উমেকা ওগবাখ। আর ৪৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আসরোর গফুরভ। ৪৯ মিনিটে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দিলেও শেষরক্ষা হয়নি স্বাধীনতা ক্রীড়া সংঘের। ৭০ আর ৭৯ মিনিটের জোড়া গোলে হ্যাট্রিক পূর্ণ করেন উমেকা ওগবাখ। এতে বড় জয় নিশ্চিত হয় সাইফ স্পোর্টিং ক্লাবের। এ জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এলো সাইফ।










