পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ঢাকার বনানী থানায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। কেন এই মামলা বাতিল করা হবে না, তাও জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। গত ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম তিনজনের অভিযোগ গঠন করে আদেশ দেন। অন্য দুই আসামি হলেন- পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবীর হাওলাদার। পরীমণি মামলা বাতিলের আবেদন করলে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত বছরের ৪ আগস্ট বিকেলে তার বাসায় অভিযান চালায় রের। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য।










