নওগাঁয় দুই জমজ ভাইয়ের সঙ্গে ঈশ্বরদীর দুই জমজ বোনের বিয়ে সম্পন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলার দুই জমজ ভাইয়ের সঙ্গে ঈশ্বরদীর দুই জমজ বোনের বিয়ে সম্পন্ন হয়েছে।
ছেলের বাবা জানায়, সম্প্রতি পারিবারিকভাবে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা ও দেখাদেখির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর ৩ লাখ টাকা কাবিন নামায় জমজ দুই বোনের সাথে জমজ দুই ভাইয়ের বিয়ে হয়। এসময় দুই পক্ষের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এলাকায় জমজ দুই ভাইয়ের সঙ্গে দুই বোনের বিয়ের খবর ছড়িয়ে পড়লে বরপক্ষের বাড়িতে তাদের এক নজর দেখতে ভীড় জমান স্থানীয় হাজারো মানুষ। এসময় নব-বিবাহিত উভয় দম্পতি তাদের দাম্পত্য জীবনের জন্য সকলের দোয়া কামনা করেন। যমজ দুই ভাইয়ের নাম সেলিম মাহমুদ ও সুলতান। আর জমজ দুই বোন সাদিয়া খানম ও নাদিয়া খানম।










