লালমনিরহাটে সার্কাসের উন্মত্ত হাতী এখন নিয়ন্ত্রণে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
লালমনিরহাটে সার্কাসের উন্মত্ত হাতীকে নিয়ন্ত্রণে এনেছে বন্যপ্রাণী কর্তৃপক্ষ। টানা ২৬ ঘন্টা পর হাতীটিকে চেতনানাশক ট্রাংকুলার ইনজেকশন পুশ করে আয়ত্তে আনতে সক্ষম হয় বণ্যপ্রাণী বিশেষজ্ঞরা। টানা ২৬ ঘন্টা পর চেতনানাশক ইনজেকশন দিয়ে আনা হয় আয়ত্তে
লায়ন সার্কাস কর্তৃপক্ষ জানায়, সকালে ঢাকা থেকে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর তপন কুমার দের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে ইনজেকশনের মাধ্যমে হাতীকে নিয়ন্ত্রণে আনেন। পরে হাতীটিকে সার্কাস কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেন তারা। এ সময় জেলা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গেল সোমবার সকালে হাতীটি ক্ষিপ্ত হয়ে শিকল ছিড়ে দোকানপাট ভাংচুর ও গাছপালা উপড়ে ফেলে। এসময় লোকজন আতংকে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। বর্তমানে হাতিটিকে শহরের বঙ্গবন্ধু কলোনীতে রাখা হয়েছে।










