রাশিয়াকে ফুটবল থেকে বহিষ্কার করেছে ফিফা ও উয়েফা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
রাশিয়াকে ফুটবল থেকে বহিষ্কার করেছে ফিফা ও উয়েফা। ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল ফিফা ও উয়েফা।
রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এছাড়া ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও রাশিয়ার ক্লাবগুলোকে সব ধরনের ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে। ফিফা ও উয়েফার যৌথ বিবৃতিতে বলা হয় রাশিয়ার জাতীয় দল এবং ক্লাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে। তবে ফিফা ও উয়েফার এমন সিদ্ধান্তকে স্পোর্টিং স্পিরিট ও আন্তর্জাতিক ক্রীড়া আইনের পরিপন্থী বলে দাবি করেছে রাশিয়া ফুটবল ইউনিয়ন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা।










