সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ মাঠে নেমেছে হোয়াইটওয়াশের লক্ষ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ছয় উইকেটে ১৬০ রান।
টানা দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের ম্যাচে তাই বাড়তি আত্মবিশ্বাস স্বাগতিক শিবিরে। ম্যাচের আগের দিন লম্বা সময় অনুশীলন করেছে তামিমের দল। অন্যদিকে, সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় আফগানিস্তান। শেষ ম্যাচে আফগান একাদশে আনা হচ্ছে পরিবর্তন। অবশ্য এই ম্যাচে অনুপস্থিত তারকা অলরাউন্ডার রশিদ খান। পিসিএলের ফাইনাল খেলতে উড়াল দিয়েছেন এই আফগান ক্রিকেটার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।










