প্রথম বৈঠকে বসেছে নতুন নির্বাচন কমিশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আজ থেকে কাজ শুরু করছে নতুন নির্বাচন কমিশন। সকাল পৌঁণে ১০টা নাগাদ নতুন কর্মস্থলে চার কমিশনারদের নিয়ে যোগ দেন নবনিযুক্ত সিইসি কাজী হাবিবুল আউয়াল। এসময় তাদের শুভেচ্ছা জানান কমিশনের কর্মকর্তারা। এরপরেই প্রথমবারের মতো বৈঠক করেন তারা।
নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন ইসি সচিব। এরপর চলে পরিচয় পর্ব। আগামী পাঁচ বছর দেশের সব নির্বাচন পরিচালনা করবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন ইসি। আজকের বৈঠকে যোগ দিতে মাঠপর্যায় থেকে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও ঢাকায় এসেছেন। সার্চ কমিটির সুপারিশে শনিবার ইসি গঠন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রোববার সিইসিসহ অন্য চার কমিশনার শপথ নিয়েছেন।










