অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার বেতনা নদী খনন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
স্থানীয়দের দাবির মুখে অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার বেতনা নদী খনন। পলি জমে ভরাট ও অবৈধ দখলের কারণে নদীটিন মরা খালে পরিণত হয়েছে। তলদেশ ভরাট হয়ে যাওয়ায় স্বাভাবিক গতি হারিয়ে ফেলেছে বেতনা। এতে কোথাও কোথাও তৈরি হয়েছে জলাবদ্ধতা।
সাতক্ষীরার বেতনা নদী খননকাজ শেষ হলে জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলবে। তবে একই সাথে নদীর সংযোগ খাল গুলো খননের দাবি জানিয়েছেন নদী পাড়ের মানুষ।
নদীর সীমানা নির্ধারণ করে পূন:খনন করার দাবী কৃষকদের। হাজার হাজার হেক্টার জমির ফসল উৎপাদন নির্ভর করে নদীর স্বাভাবিক গতি প্রবাহের ওপর।
বেতনা নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্য পূরনে দ্রুত খনন কাজ এগিয়ে যাচ্ছে বলে জানান, পানি উন্নয়ন বোর্ড।
আগামি বছর জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।










