কীটনাশক পান করে আত্মহত্যা করেছে দুই কিশোর কিশোরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কীটনাশক পান করে আত্মহত্যা করেছে দুই কিশোর কিশোরী।
শনিবার দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। মতলব উত্তর থানা পুলিশ জানায়, মনোমালিন্যের জেরে নিলয় ও ফাহিমা কীটনাশক খেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তারা। উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়ার মারা যায় ফাহিমা। অন্যদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পথে নিলয় মারা যায়। তাঁরা সম্পর্কের মামাতো ফুফাতো ভাই।