চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সারাদেশের সাথে চট্টগ্রামেও বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে করোনার গণটিকা।
সকাল থেকে টীকা কেন্দ্রগুলোতে ছিলো টিকা প্রত্যাশী নারী-পুরুষের উপচে পড়া ভিড়। চট্টগ্রামের টিকাদান কেন্দ্রগুলোতে সকাল থেকে ভিড় লেগে যায়। বেলা বাড়ার সাথে-সাথে ভীড় আরো বাড়তে থাকে। সকালে নগরীর বড়পুল এলাকায় সিটি হল কনভেনশনে দিনব্যাপী টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক। সকাল ৮ টা থেকে দিনব্যাপী চলে টিকাদান কার্যক্রম। ১৮ বছরের উর্ধে মোট ৯ হাজার ৩শ’ নারী পুরুষকে দেয়া হয় করোনার টিকা। টিকাদান কার্যক্রমে সহায়তা করেছেন অসংখ্য প্রশিক্ষিত নার্স ও স্বেচ্ছাসবক।
চট্টগ্রাম বন্দরকে দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণের সক্ষমতায় উন্নীত করার দাবী জানিয়েছেন চট্টগ্রাম বন্দর উন্নয়ন ও গবেষণা পরিষদ। বন্দরকে পুরোপুরি ডিজিটালাইজেশনের আওতায় আনার দাবী জানানিআলোচনায় অংশ নেয়া বক্তারা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত পরিষদের সভা থেকে এ দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, বিশ্বের সাথে তালমিলিয়ে চট্টগ্রাম বন্দরকে আরো গতিশীল করতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। ভারতের সাথে সম্পাদিত ট্রানজিট ও ট্রানশিপটমেন্ট চুক্তি বাস্তবায়ন করতে হলে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ও বে টার্মিনালের কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। এ ছাড়া নতুন এই টার্মিনাল দুটি পরিচালনার জন্য দক্ষ ও অভিজ্ঞ অপারেটর নিয়োগ করা এখন সময়ের দাবি। সভায় বক্তব্য রাখেন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত কমডোর জোবায়ের আহম্মদসহ পরিষদের অন্য সদস্যরা।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চর্ম ও যৌন রোগ বিভাগের ব্যবস্থাপনায় উদ্বোধন করা হলো ক্লিনিক্যাল পিলিং স্ক্রীণ ডিপার্টমেন্ট।
হাসপাতালের পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন লায়ন জেলা গভর্নর কামরুন মালেক। আরো বক্তব্য রাখেন হাসপাতালের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, আব্দুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছর চৌধুরীসহ পরিচালনা পরিষদের সদস্যরা। এসময় বক্তারা বলেন, চট্টগ্রামের মানুষের সুচিকিৎসা নিশ্চিতে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের। ক্লিনিক্যাল পিলিং স্ক্রীন ডিপার্টমেন্টের যাত্রা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় নতুন দ্বার উম্মোচন করেছে।
চট্টগ্রামে পারিবারিক বিরোধ ও স্বার্থের দ্বন্দ্বের জেরে আপন দুই ভাই ও ভাবির বিরুদ্ধে মামলার অভিযোগ উঠেছে আরেক ভাইয়ের নামে। মামলার ক্ষেত্রে মাকে ব্যবহার করা হয়েছে বলেও জানা গেছে।
দুপুরে নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ৪ বোন নূর নাহার বেগম, নূর আয়েশা বেগম, মনভুঞ্জা বেগম ও মোরশেদা বেগম। তারা অভিযোগ করেন, বাবার মৃত্যুর পর তাদের বড় দুই ভাই ওসমান ও লোকমান সংসারের হাল ধরেন। ছোট ভাই ইমরানের বিয়ে মেনে না নেয়ায় প্রতিশোধ নিতেই দুই ভাই ওসমান, লোকমান ও ভাবীর বিরুদ্ধে মাকে দিয়ে মামলা করেছে ইমরান। এছাড়া মায়ের অর্ধকোটি টাকা আত্মসাৎ করাসহ বাবার রেখে যাওয়া সম্পত্তি দখল করতেই ইমরান এ ধরণের মিথ্যা মামলা করেছে বলে জানান তারা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় মসজিদের পাশে রেলওয়ে ও সওজের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা আরশি নগর ফিউচার পার্ক উচ্ছেদের দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন সরকারি জমি দখল করে গড়ে উঠা পার্কটিতে বিনোদনের নামে চলছে নানা অসামাজিক কার্যকলাপ। দিনের বিভিন্ন সময় এবং মধ্যরাতে পার্কের ভেতর আয়োজিত নাচ গানের শব্দে মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ে ব্যাঘাত ঘটে। তাছাড়া সাউন্ডবক্সের প্রচন্ড শব্দের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়া লেখা। এ বিষয়ে একাধিকবার অভিযোগ করেও কোন প্রতিকার হয়নি জানিয়ে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাচীনতম চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার দ্বিতল বিশিষ্ট মসজিদ নির্মাণের জন্য চেক বিতরণ করা হয়েছে।
মসজিদ মাঠে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক বিতরণ করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ড. আবুল আলা মোহাম্মদ হোছামুদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, চুনতি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইন, বনফুল গ্রুপের ডাইরেক্টর আবদুল শুক্কুর, আঞ্জুমনে তোলাবায়ে সাবেকীনের সেক্রেটারি অলিউদ্দীনসহ ফাউন্ডেশনের কর্মকর্তারা। এসময় ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে দেয়ার পাশাপাশি সামাজিক নানা মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছে এ ফাউন্ডেশন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তারা।
সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ। এসময় ৯টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,আলমগীর হোসেন, নাহিদুল ইসলাম, মান্নান, বাবুল মিয়া ও আব্দুল মালেক। পুলিশ জানায়, হালিশহর থানাধীন মাদার্যপাড়া মসজিদ এলাকায় আলমগীর হোসেন ও নাহিদুল ইসলামের কাছে দু’টি চোরাই মোটর সাইকেল আছে এমন খবরে অভিযান চালায় পুলিশ। এসময় তাদের মোটরসাইকেলসহ হাতে নাতে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চোর চক্রের অপর তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছে থেকে বিভিন্ন ব্রান্ডের ৯টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
‘খেলাধূলায় বাড়ে বল, বাঁচতে চাইলে মাঠে চল’ এই শ্লোগানে চট্টগ্রামের হালিশহর বিডি আর মাঠে অনুষ্ঠিত হয়েছে দুর্বার তারুণ্যের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। দুর্বার তারুণ্যের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ আবু সাইদ, সমাজসেবক গোলাম ছামদানি জনি, মোহাম্মদ দেলওয়ার, মুহাম্মদ আবুল কালাম আজাদসহ অন্যান্য অতিথিরা। এসময় বক্তারা বলেন, পাড়ায়-পাড়ায় খেলাধুলার চর্চা বাড়ানো গেলেই সমাজ থেকে নানা অপরাধ মূলক কর্মকাণ্ড অনেকটাই কমে যাবে।










