বইমেলায় শিশুদের প্রধান আকর্ষণ শিশুপ্রহর
- আপডেট সময় : ০৮:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বইমেলায় শিশুদের প্রধান আকর্ষণ শিশুপ্রহর। ছুটির দিনে শিশুপ্রহরে থাকে শিশুদের জন্য সিসিমপুরের বিশেষ আয়োজন। শিশুচত্বরে মেলায় শিশুদের চাপ থাকায় শিশুতোষ ধারাবাহিক সিসিমপুরের প্রদর্শনী চলে ৩ পর্বে। টিভিতে দেখা পছন্দের চরিত্র হালুম, ইকরিদের বাস্তবে দেখে উচ্ছ্বসিত শিশু-কিশোররা। আর সন্তানের এমন উচ্ছ্বাসে খুশি বাবা মায়েরাও। বিক্রেতারা বলছেন, দিনের শুরুতে পাঠক উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে বাড়বে বেচাবিক্রি।
শনিবার ছুটির দিন। একুশের বইমেলায় শিশুপ্রহর। নিজ সন্তানদের নিয়ে হাজির অভিভাবকেরা।বেলা ১১টায় বইমেলার দ্বার খুলতেই শিশুতোষ ধারাবাহিক সিসিমপুরের প্রদর্শনীর শিশুচত্বরে, অভিভাবকের সঙ্গে ভিড় করতে থাকে শিশু-কিশোররা।
শিশুচত্বরে আনন্দ হৈ-হুল্লোড়ের পর শিশুরা ছুটছে স্টলে স্টলে। কমিকস, ছড়া ও গল্পসহ কেনেন পছন্দের সব বই।
অভিভাবকরা বলছেন, মহামারীতে ঘরবন্দী দীর্ঘসময় থাকার পর, সন্তানদের নির্মল বিনোদন আর বইয়ের সাথে পরিচয় করার জন্যই মেলায় নিয়ে আসা। মেলায় এসে সন্তানের উচ্ছ্বাসে খুশি বাবা মায়েরাও।
শিশুপ্রহর ঘিরে শিশু-কিশোরদের চাপ বাড়ায়, বাড়ানো হয়েছে সিসিমপুরের বিশেষ প্রদর্শনীর সময়ও। এখন থেকে ইকরি হালুমদের শিশুচত্বরে দেখা যাবে ৩ পর্বে।
দিনের শুরুতে পাঠক ও দর্শনার্থীর উপস্থিতি কিছুটা কম থাকলেও দিনশেষে বেচাবিক্রি এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের।










