খাগড়াছড়িতে তুলা চাষে নতুন আশার সঞ্চার

- আপডেট সময় : ০৩:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে উন্নত মানের তুলা চাষে নতুন আশার সঞ্চার হয়েছে কৃষক ও তুলা চাষ সংশ্লিষ্টদের মাঝে। কৃষকেরা বলছেন ফলন খুব ভালো হচ্ছে। আর কৃষিবিদরা বলছেন, পুরো জেলায় পরিকল্পিতভাবে তুলার চাষ করা গেলে দেশের চাহিদা পুরণে অবদান রাখতে পারবে পাহাড়ের কৃষক।
খাগড়াছড়িতে সব মিলিয়ে ৫/৬ হাজার বেল তুলা উৎপাদিত হয়। তবে স্থানীয় তুলার মান খুব ভালো নয় বিধায় এখন উন্নত মানের তুলা চাষে মনোযোগ দিয়েছে তুলা উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে নয় উপজেলা হতে প্রায় ১শ’ কৃষককে তুলা চাষের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। খাগড়াছড়ির মাটি তুলার চাষের জন্য উপযোগী এবং সকলে মিলে এদিকে নজর দিলে তুলা উৎপাদন বাড়বে। চলতি বছর তুলার ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা।
তুলা চাষ বাড়াতে কৃষকদেরকে সার্বিক সহায়তা করার দাবী এলাকাবাসীর।
তুলা চাষ নতুন আশার সৃষ্টি করেছে। তারা বিভিন্নভাবে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে, তুলা বীজ, সার, ঔষধ দিয়ে সাহায্য করছেন। দিন-দিন তুলা চাষীর সংখ্যা বাড়ছে।পাহাড়ে তুলার খুব ভালো ফলন হচ্ছে। সবাই মিলে চেষ্ঠা করলে প্রচুর তুলা খাগড়াছড়ি হতে উৎপাদন করা সম্ভব হবে।
খাগড়াছড়ি তুলা উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, চলতি বছর ৩৮৪ হেক্টর জমিতে উন্নত মানের তুলার চাষ হয়েছে, পাশাপাশি ৪ হাজার হেক্টর জমিতে স্থানীয় তুলার চাষ হয়েছে।