এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশ। লিটন-মুশফিকের ব্যাটিং তাণ্ডবে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের ৮৮ রানে হারিয়েছে তামিমের দল।
সিরিজ নিশ্চিতের মিশনে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। ১২ রানে ফিরেছেন তামিম, সাকিব বন্দি ২০-এর ঘরে। তৃতীয় উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন লিটন ও মুশফিক। দু’জনে মিলে গড়েন ২০২ রানের জুটি। তৃতীয় জুটিতে যা বাংলাদেশের রেকর্ড। ক্যারিয়ারের ৪১তম ফিফটিতে মুশি আউট হন ৮৬ করে। ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে ১৩৬ রানে আউট হন লিটন। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩০৬ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। জবাবে কখনোই জয়ের পথে ছিলো না আফগানিস্তান। ২১৮ রানে অলআউট হয় সফরকারীরা।










