শীতকালেও জলাবদ্ধতায় নাকাল যশোরের ভবদহের ১০ হাজার পরিবার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
শীতকালেও জলাবদ্ধতা। তার ওপর পানির মধ্যে বসবাস। মাঠে নেই ফসল। দেখা দিয়েছে খাদ্যাভাব। এমনই নানা সংকট নিয়ে দিন কাটছে যশোরের দু:খ খ্যাত ভবদহের জলাবদ্ধ এলাকার কমপক্ষে ১০ হাজার পরিবারের।
বর্ষা মৌসুম আসলেই জলাব্ধতার শিকার হন যশোরের ভবদহ এলাকার ৩ উপজেলা মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার মানুষ।
ভুক্তভোগিরা বলছেন, প্রতিবছর জলাবদ্ধতা তাদের জীবন থেকে সবকিছু কেড়ে নিচ্ছে। আর এখন স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়ে বেঁচে থাকার কোন আশা খুঁজে পাচ্ছেন না তারা। অবিলম্বে বিল কপালিয়ায় টিআরএম বা জোয়ারাধার চালু ও আমডাঙ্গার খাল বড় করে খননের আশা তাদের।
জলাবদ্ধ মানুষ বাঁচাতে সমস্যা সমাধানে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে-বলছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
কৃষি বিভাগের তথ্যানুযায়ী ভবদহ এলাকায় প্রায় ২২ হাজার হেক্টর জমিতে এখনও পানি জমে আছে।




















