তীব্র গ্যাস সংকেট নাকাল হয়ে উঠেছে রাজধানীবাসী
- আপডেট সময় : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
তীব্র গ্যাস সংকেট নাকাল হয়ে উঠেছে রাজধানীবাসী। সংকট নিরসনের উদ্যোগ না নিয়েই গ্যাসের দাম আরেক দফা বাড়ানোর তৎপরতা শুরু করেছে তিতাস। গ্রাহকের চাহিদা না মিটিয়ে দাম বাড়ানোর তৎপরতাকে মরার ওপর খাড়ার ঘাঁ হিসেবেই দেখছেন তারা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, কর্মকর্তাদের দুর্নীতি রোধে আন্তরিক হলে তিতাসের মতো কোম্পানিগুলো মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতো অনেক আগেই। এ নিয়ে কথা বলতে রাজি হয়নি তিতাস কর্তৃপক্ষ।
ক’দিন আগে তিতাসের প্রধান কার্যালয়ে ঝটিকা সফর করেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সংস্থাটির বর্তমান হালচাল দেখে ক্ষোভ জানান তিনি।
রাজধানীর মিরপুর এলাকার চিত্র এটি। টিনশেড এক তলা ঘর থেকে বহুতল ভবনের রান্নাঘরের ছবি একই। সবখানে গ্যাসের সংকট। কোথাও টিম টিম করে জ্বলছে। কোথাওবা একদমই জ্বলে না। এভাবেই চলছে গত ছ’মাস ধরে। এতে ক্ষুব্ধ গ্রাহকরা।
শুধু মিরপুরই নয়, রামপুরা, ভাটারা, ফার্মগেইট, বাসাবো, বসিলা, কমলাপুর সবখানে একই চিত্র। চাহিদা না মিটলেও দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে তিতাস।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, পেট্রোবাংলার অধীনে ১৩টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে তিতাসকে চিহ্নিত করেছে দুদক। দাম না বাড়িয়ে কর্মকর্তা-কর্মচারিদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ দেন তারা।
এ ব্যাপারে কথা বলতে প্রধান কার্যালয়ে গিয়েও তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য পাওয়া যায়নি। এসব বিষয় নিয়ে তিনি কথা বলেন না বলে জানায়, জনসংযোগ বিভাগ।
শুধু বাসা বাড়িই নয় গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প-কারখানার উৎপাদনও।










