চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত অস্থায়ী কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে নগরীর টাইগারপাস এলাকায় সিটি কর্পোরেশনের অস্থায়ী ভবনের সামনে আয়োজিত গণজমায়েতে এ দাবী জানান তারা।
তাদের অভিযোগ, অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের অনেকে ২০-২৫ বছর কর্পোরেশনে চাকরি করে আসলেও স্থায়ীভাবে নিয়োগ দেয়া হচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে অনিশ্চিত ভবিষ্যত নিয়ে শঙ্কায় দিন কাটছে তাদের। অবিলম্বে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের চাকরী স্থায়ীর দাবী জানান বিক্ষোভকারীরা। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক জাহেদুল ইসলাম জমাদ্দারসহ পরিষদের নেতারা।
চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। এসময় তিনি বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে দিবসটি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলা ভাষার মর্যাদা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু।
চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক আইনজীবী সমিতির ভবন, আদালত ভবন সংক্রান্ত গৃহীত বিভিন্ন পদক্ষেপসহ নানা অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতি।
দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম। এ সময় তিনি অভিযোগ করেন, অবৈধ প্রভাব বিস্তার করে সমিতির ভবনসমূহ অনুমোদিত নয় মর্মে সিডিএ থেকে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতভাবে চাপ দিয়ে আসছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এতে ব্যর্থ হয়ে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এক তরফা প্রতিবেদন নেয়ার অপচেষ্টায় লিপ্ত তিনি। চট্টগ্রামের প্রতি বিমাতাসূলভ আচরণকারী, বিদ্বেষ সৃষ্টিকারী ও মিথ্যাচারী জেলা প্রশাসক দাবি করে অবিলম্বে তার প্রত্যাহারএর দাবি জানান। এসময় আইনজীবি সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
করোনার গণটিকা কার্যক্রম উপলক্ষে ফেনীর ছাগলনাইয়ায় চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজ মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে মহামায়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও চট্টগ্রাম পোর্ট ল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জাহান মিনু। পরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ বিতরণ করা হয়। এসময় বক্তরা জনসাধারণকে করোনা টিকার সুফল ও টিকাগ্রহণে উৎসাহ দেন।










