ঘাসে অতিরিক্ত নাইট্রেট ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণে সাফারি পার্কে ১১ জেব্রার মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
ঘাসে অতিরিক্ত নাইট্রেট ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১ জেব্রার মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছে তদন্ত কমিটি।
দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এসময় মন্ত্রী বলেন, সাফারি পার্কের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের অবহেলার কারণেই এঘটনা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গত মাসের বঙ্গবন্ধু সাফারি পার্কে এই ১১টি জেব্রা মারা যায়। এবিষয়ে মন্ত্রী আরও বলেন, এতগুলো জেব্রার অস্বাভাবিক মৃত্যুর পরও জরুরিভিত্তিতে কোন মেডিকেল বোর্ড আহ্বান করা হয়নি; যা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বহীনতার শামিল। বিষয়টিকে রহস্যজনক বলেও উল্লেখ করেছেন তিনি।










