বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ঢাকা ডার্বি আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ঢাকা ডার্বি আজ। মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ঐতিহ্যবাহী দুই দলের লড়াই।
চলতি মৌসুমে ট্রেবল জয়ের লক্ষ্যে মাঠে নামা আবাহনী রয়েছে দারুণ ফর্মে। লিগের প্রথম চার ম্যাচের মধ্যে ৩টিতেই জয় পেয়েছে মারিও লেমসের দল। একমাত্র ড্র পুলিশ এফসির বিপক্ষে। চলতি মৌসুমে নিজেদের হোম ভেন্যুতে প্রথম ম্যাচে জয় পেলে আবারও শীর্ষে উঠে যাবে ধানমন্ডির জায়ান্টরা। বিপরীতে ৪ ম্যাচে দুটি করে জয় আর ড্র নিয়ে মোহামেডানও ইঙ্গিত দিয়েছে নিজেদের ফর্মে ফেরার। জয় পেলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসার সুযোগ রয়েছে সাদা-কালো শিবিরের।










