নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা পুলিশ লাইন্স ফোর্সের ব্যারাক ও অন্যান্য স্থাপনা নির্মাণ প্রকল্পের নামে ৩০ বিঘা জমি অধিগ্রহণ নোটিশ পেয়েছেন স্থানীয় জমি মালিকরা। এর প্রতিবাদে স্থানীয় জমি মালিকরা মানববন্ধন করেছে।
ময়মনসিংহের চরাঞ্চলের এসএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীতে বক্তারা এজাহারভূক্ত আসামিদের অভিযোগ পত্রে অন্তর্ভূক্ত করে দ্রুত বিচারের দাবি জানান।
গঠনতন্ত্র রক্ষার দাবিতে এবং অগতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্যরা।










