কুমিল্লায় তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন সেলিমা আহমাদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গতকাল রাত ১২ টা ১মিনিটে হোমনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পরে সকালে তিতাস উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ।পরে তিনি উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।