আইসিসি টি-টুয়েন্টি রেঙ্কিংয়ের অবনতি হয়েছে বাংলাদেশের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
আইসিসি টি-টুয়েন্টি রেঙ্কিংয়ের অবনতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ নিচে নেমে টাইগারদের অবস্থান এখন দশম।
শীর্ষ আটে থেকে আগামী বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। কিন্তু, এরপর থেকেই একটু একটু করে পেছনে নামা শুরু হলো মাহমুদউল্লাহ রিয়াদদের। আটের পর নয়ে নেমেছে আগেই। এবার আরো এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে জিতে বাংলাদেশকে পেছনে ফেলেছে শ্রীলঙ্কা। তবে, শ্রীলঙ্কা ও বাংলাদেশের পয়েন্ট সমান ২৩১। এদিকে, ইংল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে ভারত। সদ্য সমাপ্ত সিরিজে তারা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ৩-০ ব্যবধানে।










