প্রাণের ভাষা বাংলা আজও উচ্চ মহলের কাছে গুরুত্বহীন
- আপডেট সময় : ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত প্রাণের ভাষা বাংলা আজও উচ্চ মহলের কাছে গুরুত্বহীন। বাংলা ভাষার সঠিক চর্চা না হলে কালক্রমে এর আবেদন আরো হারিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাতৃভাষাকে বিশ্বের দরবারে উঁচু অবস্থানে নিতে এখন থেকেই তৎপর হওয়ার পরামর্শ তাদের।
১৯৫২ থেকে ২০২২, কতটুকু সমৃদ্ধ ও বিকাশ ঘটেছে মাতৃভাষা বাংলার? নাকি কাল ক্রমে হারাচ্ছে তার জৌলুস ও ঐতিহ্য। এ রকম প্রশ্নের মুখোমুখি হয়ে ভাষাসৈনিক মনজুরুল হক সিকদার বলেন, প্রয়োজনে ভাষার আবেদন ও জৌলুস ফেরাতে আবারো আন্দোলনে নামতে হবে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে মাতৃভাষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহের বিষয়ে মতামত তুলে ধরেন কথাসাহিত্যিক মোজাফফর হোসেন।
অনেক তরুণ-তরুণী অযথা স্মার্টনেস প্রমাণে অশুদ্ধ ও বিকৃত শব্দ ব্যবহার করছে। এছাড়া, ফেসবুকে ট্রল, ইউটিউবে বিকৃত শব্দের পাশাপাশি অশ্লীল প্রতিযোগিতা চলছে। ভাষার এই বিকৃত ব্যবহার রুখতে সম্মিলিতভাবে কাজ করা উচিৎ বলে মনে করেন কথা-সাহিত্যিকরা।
বাংলা ভাষার দূষণ রোধে হাইকোর্টের আদেশে প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল ২০১২ সালে। কিছু অগ্রগতি হলেও রুলের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। ভাষার দূষণরোধে সবাইকে সচেতন হবার আহবান জানান বিশেষজ্ঞরা।










