সাভারের বংশী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
এসএটিভিতে সংবাদ প্রচারের পর সাভারের বংশী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।
দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নদীর জায়গা দখল করে নির্মাণ করা একটি বাগান বাড়ি ভেঙে দেওয়া হয়। বাড়িটি সাভার দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিমের। গেল ১৫ তারিখে সাভারের বংশী নদী দখল নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচার করে এসএ টেলিভিশন। এরপর থেকেই নড়েচড়ে বসে প্রশাসন। অভিযানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।










