মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে এসএটিভি’র পটুয়াখালী প্রতিনিধি জহিরুল ইসলাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
বাল্যবিবাহের উপর সেরা প্রতিবেদনের জন্য মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে এসএটিভি’র পটুয়াখালী প্রতিনিধি জহিরুল ইসলাম জহির।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর হাতে অ্যায়ার্ড তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে প্রয়োজন সামাজিক উন্নয়ন। কিশোর-কিশোরী ও যুবকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বাল্যবিয়ের বিরুদ্ধে জনসচেতনা তৈরী করতে হবে।
বাংলাদেশে অবস্থিত সুইডেন দূতাবাসের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ। এবারে আঞ্চলিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জহিরুল ইসলাম, শাকিল মুরাদ, সফি খান, এবং মাসুদুর রহমান।









