প্রিমিয়ার লিগে হোঁচট খেল ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ০১:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
প্রিমিয়ার লিগে হোচট খেল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে টটেনহ্যামের কাছে ৩-২ গোলে হেরেছে সিটিজেনরা। ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে সিটি। চতুর্থ মিনিটে লিড নেয় টটেনহ্যাম। ৩৩ মিনিটে সমতায় ফেরে গার্দিওলার শিষ্যরা।
তবে ৫৯ মিনিটে হ্যারি-কেনের গোলে আবার পিছিয়ে পড়ে সিটি। অতিরিক্ত সমইয়ে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরায় সিটি স্ট্রাইকার রিয়াদ মাহেরাজ। ম্যাচের শেষ মিনিটে দুর্দান্ত গোল করে টটেনহ্যামের জয় নিশ্চিত করে হ্যারি কেন। ম্যাচে পিছিয়ে পড়েও নউরিচ সিটির সাথে জয় পেয়েছে লিভারপুল। নউরিচ সিটিকে ৩-১ গোলে হারিয়েছে অল রেডরা। দলের হয়ে সাদিও মানে, মহাম্মদ সালেহ ও নেট দিয়াজ একটি করে গোল করেন। এ জয়ে সিটির সাথে লিভারপুলের পয়েন্ট ব্যবধান এখন ছয়।
প্রিমিয়ার লীগের অন্যম্যাচে জয় পেয়েছে আরো দুই ইংলিশ জায়ান্ট চেলসি ও আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে চেলসি এবং ব্রেন্ট ফোর্ডের সাথে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল।
এদিকে, ফ্রেঞ্চ লিগ ওয়ানে হোঁচট খেয়েছে পিএসজি। নান্টেসের কাছে ৩-১ গোলে হেরেছে মেসি-নেইমার-এমবাপ্পেরা।
এছাড়া স্পানিশ লা-লিগায় দেপার্তিভোকে ৩-০ গোলে হারিয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।










