তিন দিনেই শেষ ক্রাইস্টচার্চ টেস্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
তিন দিনেই শেষ ক্রাইস্টচার্চ টেস্ট। ইনিংস ও ২৭৬ রানের বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেলো স্বাগতিকরা।
৩৫৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ সফরকারী ব্যাটররা। মার্করাম-ডুসেনদের ব্যর্থতার দিনে দ্বিতীয় ইনিংসে সফরকারীরা অলআউট হয় মাত্র ১১১ রানে। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন টেম্বা-বাভুমা। পাঁচ উইকেট নিয়ে প্রোটিয়া ইনিংসে ধস নামায় টিম সাউদি। এর আগে, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৯৫ রানের জবাবে ৪৯২ রান করেছিলো নিউজিল্যান্ড। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা ম্যাট হেনরি। ২৫ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল।










