চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৮:৫২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
২২ ফেব্রুয়ারী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হবে শিক্ষার্থীদের সরাসরি পাঠদান।
অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইন্সটিটিউটের পূর্ব নির্ধারিত পরীক্ষা সমূহ। দাফতরিক কাজও চলবে স্বাভাবিক গতিতে। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম হয় এমন কোন অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। তাছাড়া প্রত্যেক শিক্ষার্থীর কাছে থাকতে হবে করোনা টিকার সনদ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে চিটাগাং কাস্টমন্স এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিকী নির্বাচন। এরই মধ্যে প্রচার প্রচারণা শুরু করেছেন সমমনা পরিষদের প্রার্থীরা
পরিষদের মনোনীত সভাপতি পদপ্রার্থী এ কে এম আকতার হোসেন এবং প্রথম সহ সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর নেতৃত্বে পরিষদের অন্যান্য সদস্যরা প্রচার প্রচারণা শুরু করেন। সকাল থেকে ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার পাশা-পাশি ভবিষ্যতে সদস্যদের সুখ দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। তারা বলেন, নির্বাচিত হলে এসোসিয়েশনের সদস্যদের স্বার্থের দিকটাই প্রথম বিবেচনায় রাখা হবে।
চট্টগ্রামের সীতাকুন্ডে হত্যা করে মরদেহ গুম করা মামলার প্রধান আসামী ইসমাইল বাহারকে গ্রেফতার করেছে রেব।
গেলরাতে সীতাকুন্ড থানাধীন কুমিরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। রেব জানায়, ২০১৭ সালের ২৮ আগস্ট সীতাকুন্ডে বাঁশাবাড়িয়া গ্রামের সুলতানা মন্দির ঝুমপাড়া এলাকায় অর্জুন চন্দ্রনাথের কাছ থেকে টাকা ছিনতাই করার পাশাপাশি তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ইসমাইল ও তার সহযোগিরা। পরে তার মরদেহ কুমিরাঘাট স্লুইচ গেইট এলাকায় ফেলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ইসমাইল হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে রেব।
টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ৩৩ হাজার পিস ইয়াবাসহ এক কাভার্ডভ্যান চালককে আটক করেছে কোস্টগার্ড।
দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। আটক চালকের নাম- আজমির আলী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে একটি কাভার্ডভ্যানে অভিযান চালায় কোস্টগার্ড। কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে এক লাখ ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চালককে আটক করা হয়।










